The chief prosecutor of the country has ordered the arrest of 8 officials due to negligence of duty in the case of Cyclone Daniel

লিবিয়ার বন্যার ঘটনায় মেয়রসহ ৮ কর্মকর্তাকে আটকের নির্দেশ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লিবিয়ার দেরনায় ঘূর্ণিঝড় দানিয়েলের ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে লিবিয়ার সাবেক মেয়র আব্দুলমেনাম আল-গাইথিসহ ৮ কর্মকর্তাকে আটকের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধান প্রসিকিউটর।গতকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) লিবিয়ার প্রসিকিউটর জেনারেল আল-সিদ্দিক আল-সৌর এক বিবৃতিতে এ কথা বলেছেন বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

প্রকাশিত অভিযুক্তের তালিকায় দেরনার সাবেক মেয়র আব্দুলমেনাম আল-গাইথি সহ পানিসম্পদ কর্তৃপক্ষ এবং বাঁধ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মকর্তারা রয়েছেন।  

বিজ্ঞাপন

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় (ওসিএইচএ)এর তথ্য অনুসারে বাঁধ ভেঙ্গে সৃষ্ট দেরনার এ বন্যায় দেরনার আবাসন ও অবকাঠামোর প্রায় এক-তৃতীয়াংশ ক্ষতিগ্রস্থ হয়েছে।এ ঘটনায় দেরনার মেয়র আব্দুলমেনাম আল-গাইথিকে বরখাস্ত করা হয়েছে।

এর আগে রোববার (২৪ সেপ্টেম্বর) আব্দুলমেনাম আল-গাইথি সহ পানিসম্পদ কর্তৃপক্ষ এবং বাঁধ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাতজন কর্মকর্তাকে অব্যবস্থাপনা, ভুল এবং দায়িত্বে অবহেলার কারণে জিজ্ঞাসাবাদ করা হয়েছিলো।

জিজ্ঞাসাবাদে নিজেদের পক্ষে যথেষ্ট প্রমাণ দিতে পারেননি কর্মকর্তারা। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

আফ্রিকান এ দেশটিতে সুনামির মতো ভয়াবহ এ বন্যার ঘটনার ২ সপ্তাহ পরেও স্থানীয় ও আন্তর্জাতিক উদ্ধারকাজ চলমান আছে। সমুদ্রে ভেসে যাওয়া মানুষদের মৃতদেহ খোঁজা হচ্ছে।দেশটির সর্বশেষ সরকারি হিসাব অনুসারে এ দুর্যোগে ৩ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর তথ্য অনুসারে এখন পর্যন্ত ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছে।

উল্লেখ্য, লিবিয়ায় চলমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে দেরনা অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন অনেকদিন ধরেই অবহেলার মধ্যে ছিল। এর মধ্যেই এ ভয়াবহ বন্যায় বহু মানুষের প্রাণহানি ঘটে। বিপর্যস্ত দেরনার ঘটনা তদন্তের কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত উল্লিখিত কর্মকর্তারা আটক থাকবেন বলে দেশটির প্রধান প্রসিকিউটররা জানান।