সীমান্ত উত্তেজনা নিয়ে শি-মোদি বৈঠক

  • ziaulziaa
  • |
  • Font increase
  • Font Decrease

শি জিনপিং ও নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

শি জিনপিং ও নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

বিতর্কিত সীমান্ত উত্তেজনা নিয়ে আলোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এনবিসি নিউজ জানিয়েছে, দুই নেতার মধ্যে এক মুখোমুখি বৈঠকের পর শুক্রবার (২৫ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে বেইজিং।

বিজ্ঞাপন

২০২০ সালে হিমালয় সীমান্ত সংঘর্ষে ২০ ভারতীয় এবং কমপক্ষে ৪ চীনা সেনা নিহত হওয়ার পর থেকে বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ দুটির মধ্যে সম্পর্কে চির ধরে।

যার ফলস্বরূপ সীমান্তের দুই পাশে হাজার হাজার সেনা মোতায়েন করা হয়। উভয় দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের মধ্যে ১৯ দফা আলোচনা সত্ত্বেও সমস্যার সমাধান হয়নি।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকায় ‘ব্রিকস’ সম্মেলনে যোগদানের সময় বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুই নেতা সাক্ষাৎ করেন। তাদের এই সাক্ষাতকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘অকপট ও গভীর মতবিনিময়’ হিসেবে অভিহিত করেছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট শি জিনপিং চীন-ভারত সম্পর্ক উন্নতিতে গভীর মনোযোগ দিচ্ছেন, যা দুই দেশ এবং তাদের সাধারণ জনগণের স্বার্থে কাজ করবে। উভয় পক্ষ তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের স্বার্থের কথা মাথায় রাখা উচিত। যৌথভাবে শান্তি রক্ষা করার জন্য সীমান্ত সমস্যাটি নিরসরন অতি গুরুত্বপূর্ণ।