আফগানিস্তানে হোটেলে বিস্ফোরণে নিহত ৩
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে সোমবার (১৪ আগস্ট) একটি হোটেলে বিস্ফোরণে অন্তত তিনজন নিহত ও সাতজন আহত হয়েছে।
ওই বিস্ফোরণ ও হতাহতের খবর নিশ্চিত করেছে দেশটির পুলিশ।
খোস্তের পুলিশের মুখপাত্র মুস্তাগফির গুরবাজ সোমবার বলেছেন, পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান প্রদেশের আফগানিস্তানের সীমান্তবর্তী একটি শহরের হোটেলে ওই বিস্ফোরণ ঘটে।
তিনি বলেন, কী কারণে বিস্ফোরণ ঘটেছে এবং এর পেছনে কারা জড়িত, তা জানতে কর্মকর্তারা তদন্ত করছেন।
তাৎক্ষণিকভাবে কেউ ওই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। যদিও আফগানিস্তানের তালেবান সরকার পূর্বের হামলার জন্য খোরাসান প্রদেশে আইএসআইএলের আঞ্চলিক সহযোগী সংগঠন ইসলামিক স্টেটকে দায়ী করেছিল।
গুরবাজ অবশ্য ওই হোটেলে থাকা পাকিস্তানি শরণার্থীদের সম্পর্কে কোনো তথ্য দেননি।
এদিকে পাকিস্তানের কর্তৃপক্ষ বলছে, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামে পরিচিত পাকিস্তানি তালেবানের সদস্যরা খোস্ত এবং আফগানিস্তানের অন্য কোথাও লুকিয়ে আছে।
আল-জাজিরা জানিয়েছে, টিটিপি একটি পৃথক গোষ্ঠী হলেও তারা আফগান তালেবানের ঘনিষ্ঠ মিত্র, যারা ২০২১ সালের আগস্টে আফগানিস্তানে ক্ষমতা দখল করে।
তালেবান বলেছে যে তারা আফগানিস্তানকে সুরক্ষিত করার দিকে মনোনিবেশ করছে এবং সাম্প্রতিক মাসগুলোতে আইএসআইএল সেলের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছে।
জাতিসংঘের মতে, ২০২১ সালে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ছেড়ে গেলে তালেবানরা ক্ষমতা গ্রহণের পর থেকে বোমা হামলা এবং অন্যান্য সহিংসতায় এক হাজারেরও বেশি আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছে।