বোমা হামলার হুমকি, খালি করা হলো আইফেল টাওয়ার

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আইফেল টাওয়ার। ছবি : সংগৃহীত

আইফেল টাওয়ার। ছবি : সংগৃহীত

বোমা হামলার হুমকির পর নিরাপত্তা সতর্কতার অংশ হিসাবে শনিবার (১২ আগস্ট) মধ্য প্যারিসের আইফেল টাওয়ারের তিনটি তলা খালি করা হয় বলে জানা গেছে।

এই আইফেল টাওয়ার ফ্রান্সের সবচেয়ে প্রতীকী প্রতীক, যা গত বছর ৬ দশমিক ২ মিলিয়ন পর্যটককে আকর্ষণ করেছিল।

বিজ্ঞাপন

সাইটটি পরিচালনাকারী সংস্থা এসইটিই বলেছে, বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞের পাশাপাশি পুলিশ এক তলায় অবস্থিত একটি রেস্তোঁরাসহ পুরো এলাকাটি তল্লাশি করছে।

সাইটটি পরিচালনাকারী সংস্থার এক মুখপাত্র বলেছেন, ‘এই ধরনের পরিস্থিতিতে ওই তল্লাশির ঘটনা খুবই স্বাভাবিক। যদিও ফ্রান্সের ইতিহাসে এই ধরনের ঘটনা বিরল।’

স্থানীয় সময় দুপুর দেড়টার কিছুক্ষণ পর স্মৃতিস্তম্ভের নীচের তিনটি তলা এবং স্কয়ার থেকে দর্শনার্থীদের সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে এনডিটিভি।

আইফেল টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৮৮৭ সালের জানুয়ারিতে এবং ১৮৮৯ সালের ৩১ মার্চ শেষ হয়েছিল।

১৮৮৯ সালের ওয়ার্ল্ডস ফেয়ারের সময় এটি দেখতে দুই মিলিয়ন পর্যটকের সমাগম ঘটেছিল।