বেইজিংয়ে বন্যায় মৃত্যু ৩৩, নিখোঁজ ১৮

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চীনের রাজধানী বেইজিংয়ে বন্যায় ৩৩ জনের মৃত্যুর খবর দিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।

বুধবার (৯ আগস্ট) সকালে এ তথ্য জানায় তারা। এখন পর্যন্ত ১৮ জন নিখোঁজ রয়েছে।

বিজ্ঞাপন

প্রবল বৃষ্টিপাতের ফলে চীনের বেইজিং এবং উত্তরাঞ্চলে বন্যার সৃষ্টি হয়েছে। চীনের আবহাওয়া অধিদপ্তর এটিকে ১৪০ বছরের ইতিহাসে রেকর্ড বৃষ্টিপাত বলছে। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তারা।

বন্যায় প্রায় ১.২৯ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে পড়েছে প্রায় ৫৯ হাজার বাড়ি-ঘর। গত কয়েক বছরে এমন বৃষ্টি দেখেননি সেখানকার মানুষ।