চুপচাপ ঘরে বসে থাকবেন না: সমর্থকদের উদ্দেশে ইমরান
গ্রেফতারের আগে রেকর্ড করা এক বার্তায় সমর্থকদের উদ্দেশ্যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, চুপচাপ ঘরে বসে থাকবেন না। আমি দেশ এবং আপনার সন্তানদের ভবিষ্যতের জন্য সংগ্রাম করছি।
এক মিনিট ৫৭ সেকেন্ডের ওই ভিডিও বার্তায় পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান সমর্থকদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ প্রতিবাদ করার আহ্বান জানান। খবর জিও নিউজ।
তোষাখানা মামলায় শনিবার (৫ আগস্ট) ‘প্রশ্নবিদ্ধ’ রায় দেয় দেশটির আদালত। এরপরই ইমরান খানকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। গ্রেফতারের আগে ধারণ করা ওই ভিডিওবার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এতে ইমরান খান বলেন, এই বিবৃতি যতক্ষণে আপনারা শুনছেন, ততক্ষণে তারা আমাকে গ্রেফতার করে ফেলবে। আমার একটাই আবেদন চুপচাপ ঘরে বসে থাকবেন না। আপনাদের জন্য, দেশের জন্য এবং আপনাদের সন্তানদের ভবিষ্যতের জন্য আমি লড়াই করছি। শাসকদের নিষ্পেষণমূলক পদক্ষেপে ভয় পাবেন না। পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছে কলেমার নাম নিয়ে।