মিয়ানমারে আরও ৬ মাস বাড়ল জরুরি অবস্থা
মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির জান্তা সরকার।
সোমবার (৩১ জুলাই) জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মিয়ানমার-বিষয়ক সংবাদমাধ্যম ইরাবতী।
জান্তা পরিচালিত মায়াবতী টিভি চ্যানেলের খবর অনুযায়ী, সোমবার সরকারের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদের (এনডিএসসি) সভায় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে।
টেলিভিশনের খবরে আরও বলা হয়েছে, এই বৈঠকে ভাইস প্রেসিডেন্ট হেনরি ভ্যান থিওসহ এনডিএসসি সদস্যরা উপস্থিত ছিলেন। থিও ক্ষমতাচ্যুত ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি সরকারের সহ-সভাপতি ছিলেন। আর এখন জান্তা সরকারেও তিনি কাজ করেছেন।
২০২১ সালের ফেব্রুয়ারিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চির সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। ক্ষমতা দখলের আড়াই বছর পার হয়ে গেছে। জান্তাবিরোধী বিক্ষোভ ও সশস্ত্র সংঘর্ষে দেশটি গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে।
ক্ষমতা দখল করেই জরুরি অবস্থা জারি করেছিল সামরিক সরকার। চলতি বছর জানুয়ারিতে তৃতীয় দফা জরুরি অবস্থার মেয়াদ বাড়ান জান্তা প্রধান মিন অং হ্লাইং।