উত্তাল ফ্রান্স, আটক ১৭০০

  • আন্তর্জাতিক ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফ্রান্সে জ্বালানি তেলের উপর বাড়তি কর আরোপের প্রতিবাদে বিক্ষোভ দিন দিন আরও ফুঁসে উঠছে। গত সপ্তাহে জ্বালানি তেলের ওপর বাড়তি কর আদায়ের ঘোষণা দেয় ফ্রান্স সরকার। বাড়তি কর আদায়ের প্রতিবাদে ‘ইয়েলো ভেস্ট' পরা আন্দোলনকারীরা রাস্তায় নেমে আসে।

ফ্রান্সের রাজধানী প্যারিসসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে বহু সংখ্যক হতাহতের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ছোঁড়ে। এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৭০০ জন লোক আন্দোলন করার সময় গ্রেফতার হয়েছে।

বিজ্ঞাপন

দিন দিন আন্দোলন বৃদ্ধি পেলেও শুরুর দিকে আন্দোলন খুব ছোট পরিসরে শুরু হয়। আন্দোলনের কারণে সরকার তাদের দাবি অনুযায়ী বাড়তি কর নেয়ার সিদ্ধান্ত থেকে সরে আসলেও ফ্রান্সের জীবনযাপনের খরচ বৃদ্ধির পাওয়ার কারণে এই আন্দোলন সপ্তাহ শেষে আরও বৃদ্ধি পায়।