দক্ষিণ আফ্রিকায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ, বহু হতাহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বোকসবার্গে একটি জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বিবিসি।

শনিবার (২৪ ডিসেম্বর) সকালে বোকসবার্গে একটি সেতুর নীচ দিয়ে গ্যাসবোঝাই ট্যাঙ্কার যাওয়ার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিবিসির প্রতিবেদনে বলা হয়, শনিবার সকালে বোকসবার্গ এলাকার ওআর ট্যাম্বো মেমোরিয়াল হাসপাতালের কাছে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে। আগুনের গোলা ছড়িয়ে পড়ে আশেপাশে। বিস্ফোরণের জেরে অনেকে হতাহত হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় অনেকের।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনী। পরে আহতদের উদ্ধার করে ভর্তি করানো হয় হাসপাতালে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন অনেকে।

বিস্ফোরণটিকে বোমার মতো বলে বর্ণনা করেছেন প্রত্যক্ষদর্শী মাইকেল কুলিঞ্জি। অপর প্রত্যক্ষদর্শী জিন মারি বুয়েসেন বলেছেন, তিনি প্রচণ্ড অগ্নিশিখা দেখেছেন এবং ভেবেছিলেন ভূমিকম্প হয়েছে।