মুদ্রাস্ফীতি রুখতে স্বর্ণমুদ্রা চালু করল জিম্বাবুয়ে

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে জনসাধারণের কাছে বিক্রি করার জন্য স্বর্ণমুদ্রা চালু করেছে জিম্বাবুয়ে।

বুধবার (২৭ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৫ জুলাই) দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব জিম্বাবুয়ে এই স্বর্ণমুদ্রা চালু করে। ইতিমধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোতে ২ হাজার কয়েন বিতরণ করা হয়েছে।

শ্রীলঙ্কার মতোই বিদেশি মুদ্রার সংকটের মুখোমুখি জিম্বাবুয়ে। বাড়তে থাকা মুদ্রাস্ফীতির ধাক্কায় ক্রমেই মুখ থুবড়ে পড়ছে দেশের অর্থনীতি। জিম্বাবুয়ের কেন্দ্রীয় ব্যাংকের মূল সুদের হার চলতি মাসে দ্বিগুণের বেশি বেড়ে ২০০ শতাংশে পৌঁছেছে। এর আগে বার্ষিক মুদ্রাস্ফীতি বেড়ে যায় প্রায় ১৯০ শতাংশের বেশি। ফলে মূল মুদ্রার বিপরীতে জিম্বাবুয়ে ডলারের মূল্য হ্রাস পেয়েছে।

মুদ্রাস্ফীতির লাগাম টানতেই নতুন করে ভাবছে দেশটির অর্থনীতি সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ প্রসঙ্গে জিম্বাবুয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জন মাঙ্গুদিয়া জানান, স্থানীয় মুদ্রা, মার্কিন ডলার ও অন্য বিদেশি মুদ্রায় বিক্রি হবে স্বর্ণমুদ্রা। সোনার আন্তর্জাতিক মূল্যের ভিত্তিতে ওই মুদ্রা বিক্রি হবে বলেও জানান তিনি।