লিবিয়ায় দুই সশস্ত্র গ্রুপের মধ্যে সংঘর্ষে নিহত ১৩

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে দুই সশস্ত্র গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ২৭ জন।

বৃহস্পতি-শুক্রবার রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দেশটির আল আহরার টেলিভিশনকে এই তথ্য নিশ্চিত করেছেন শহরের জরুরি পরিষেবার মুখপাত্র। খবর আল জাজিরার।

বিজ্ঞাপন

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, নিহতদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিক।

খবরে বলা হয়েছে, দুই সশস্ত্র গ্রুপ এমন একটি এলাকায় গোলাগুলি করেছে যেখানে কূটনৈতিক মিশনসহ বেশ কয়েকটি সরকারি এবং আন্তর্জাতিক সংস্থার অফিস রয়েছে। শুক্রবার আইন জারা এবং আসবা এলাকায় এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

উত্তর আফ্রিকার দেশটিতে কয়েক মাস ধরে উত্তেজনা বাড়ছে যখন থেকে দুই প্রধানমন্ত্রী ক্ষমতার জন্য লড়াই করছেন। পূর্বাঞ্চলের সামরিক প্রধান খলিফা হাফতারের জোরপূর্বক ত্রিপোলি দখল করার একটি ধ্বংসাত্মক প্রচেষ্টা রোধ করার লক্ষ্যে স্বাক্ষরিত এক যুগান্তকারী চুক্তির দুই বছর পর নতুন করে আবার সংঘাতের আশঙ্কা তৈরি করেছে।