যুক্তরাষ্ট্রের বাইরে প্রথম রকেট উৎক্ষেপণ করল নাসা
যুক্তরাষ্ট্রের বাইরে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের একটি প্রত্যন্ত এলাকায় বাণিজ্যিক মহাকাশবন্দর থেকে সফলভাবে রকেট উৎক্ষেপণ করছে মহাকাশ গবেষণা সংস্থা- নাসা।
স্থানীয় সময় সোমবার (২৭ জুন) ভোরে উপ-অরবিটাল রকেটটি উৎক্ষেপণ করা হয়।
এটি অ্যাস্ট্রোফিজিক্স অধ্যয়নকে সক্ষম করবে যা শুধুমাত্র দক্ষিণ গোলার্ধে করা যেতে পারে জানিয়েছে নাসা। ২৫ বছরেরও বেশি সময়ের মধ্যে অস্ট্রেলিয়ায় এই প্রথম রকেট উৎক্ষেপণ।
বিজ্ঞানীরা আশা করছেন এই রকেটটি তাদের কাছাকাছি গ্রহের বাসযোগ্যতার উপর একটি তারার আলোর প্রভাব অধ্যয়ন করতে সাহায্য করবে।
আর্নহেম স্পেস সেন্টারটিকে একটি বড় মহাকাশ বন্দরের রূপ দেওয়া হয়েছে। যাতে প্রতি বছর এখান থেকে বহু রকেট উৎক্ষেপণ করতে পারে। যেমন করে বিমানবন্দরগুলোতে অনেক এয়ারলাইনসের ফ্লাইট চলে।
এখান থেকে আগামী তিন সপ্তাহে তিনটি রকেট উৎক্ষেপণ করার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ইএলও টার্গেট করছে প্রতি বছর কেন্দ্রটি থেকে যাতে ১০টি রকেট উৎক্ষেপণ করা যায়। বাণিজ্যিক রকেট উৎক্ষেপণে এটি অস্ট্রেলিয়ার প্রথম উদ্যোগ। একইসঙ্গে নাসার জন্যও যুক্তরাষ্ট্রের বাইরে বাণিজ্যিকভাবে অন্য মহাকাশ কেন্দ্র থেকে প্রথম রকেট উৎক্ষেপণ।
সূত্র: বিবিসি