আলোচনায় অস্বীকৃতি, ফের কিয়েভমুখী রুশ বাহিনী

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সংকট নিরসনে আলোচনায় বসতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ইউক্রেনমুখী সৈন্য অগ্রগতি স্থগিত করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু কিয়েভ সরকার আলোচনা প্রত্যাখ্যান করায় ফের অগ্রসর হতে শুরু করেছে রুশ সেনারা।

স্থানীয় সময় শনিবার (২৬ ফেব্রুয়ারি) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের একথা জানান।

বিজ্ঞাপন

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, ইউক্রেনের নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে রুশ সেনাবাহিনীর প্রধানকে সৈন্য অগ্রগতি স্থগিত করার নির্দেশ দিয়েছিলেন পুতিন। কিন্তু ইউক্রেনীয় পক্ষ আলোচনা প্রত্যাখ্যান করায় রুশ সেনারা পরিকল্পনা অনুসারে ফের অগ্রগতি শুরু হয়েছে।

পুতিনের প্রেস সেক্রেটারি বলেন, শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) অগ্রগতি স্থগিত রাখা হলেও ইউক্রেনের কিছু জায়গায় যুদ্ধ অব্যাহত ছিল। সেসব জায়গায় তারা হালকা অস্ত্র ব্যবহার করেছে বলে তিনি জানান।

রাশিয়ার বেশিরভাগ বাহিনী এখন কিয়েভের কেন্দ্র থেকে মাত্র ১৮.৬ মাইল দূরে অবস্থান করছে বলে জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সিএনএনের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

রাশিয়াকে সতর্ক করে বলা হয়েছে, হতাহতের সংখ্যা ক্রেমলিনের প্রত্যাশার চেয়েও বেশি হতে পারে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ গোয়েন্দা আপডেট অনুযায়ী, রাশিয়া এখনও ইউক্রেনের আকাশসীমা নিয়ন্ত্রণে নিতে পারেনি। যা রাশিয়ান বিমান বাহিনীর কার্যকারিতা ব্যাপকভাবে হ্রাস করেছে।