আগ্রাসন থেকে জোটকে রক্ষায় সব করা হবে: ন্যাটোপ্রধান

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাশিয়ার আগ্রাসন থেকে ন্যাটো জোটের মিত্রদের রক্ষা করতে যা যা করা দরকার, তার সবই করা হবে বলে জানিয়েছেন ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ।

তিনি বলেছেন, ‘ন্যাটোভুক্ত দেশগুলোর আকাশসীমা রক্ষার জন্য উচ্চ সতর্কতার ১০০টির বেশি যুদ্ধবিমান রয়েছে। ভূ-মধ্যসাগর থেকে বিস্তৃতি নৌপথে ১২০টির বেশি মিত্র জাহাজ সার্বক্ষণিক প্রয়োজনে প্রস্তুত রয়েছে।’

বিজ্ঞাপন

রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি।

ন্যাটোর প্রধান বলেন, ‘বিশ্বের অনেক নেতার কাছ থেকে রাশিয়ার কর্মকাণ্ডের নিন্দা শুনেছি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনসহ অনেক বিশ্বনেতা রাশিয়ার কর্মকাণ্ডকে বেপরোয়া আগ্রাসন বলে অভিহিত করেছেন। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর বক্তব্যও আমরা শুনেছি। তারপরও ইউক্রেনে আগ্রাসন চালিয়েছে রাশিয়া।’

তিনি বলেন, রাশিয়া এখন বড় ধরনের ব্যয় এবং গুরুতর পরিণতির দিকে এগোচ্ছে, যা রাশিয়ানদের উপর বর্তাবে। তবে মনে রাখতে হবে, নিপীড়ন শেষ হবেই, স্বাধীনতাকামীরা সব সময় বিজয়ী হবে।’

ন্যাটোর প্রধান আরও বলেন, ‘আমাদের মহাদেশের শান্তি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এটি ইচ্ছাকৃত, ঠান্ডা মাথার দীর্ঘ-পরিকল্পিত আক্রমণ। রাশিয়া শক্তি খাটিয়ে ইতিহাস নতুন করে লিখতে চায়।’

এসময় তিনি শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ভার্চুয়ালি ন্যাটো জোটের শীর্ষ নেতাদের বৈঠকের আহ্বান জানান।