সাইবার হামলার কবলে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা এখন চরমে। এরই মধ্যে সাইবার আক্রমণের শিকার হয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট। এছাড়া দেশটির দুটি ব্যাংকে সাইবার হামলা চালানো হয়েছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ইউক্রেনের সরকারি সংস্থার বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

বিজ্ঞাপন

তবে, হ্যাকিংয়ের ঘটনার জন্য কারা দায়ী তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিবৃতিতে রাশিয়ার নাম উল্লেখ না করে ইউক্রেন বলেছে, আগ্রাসী আচরণে কাজ না হওয়ায় অনৈতিক কৌশল বেছে নেওয়া হয়েছে।

ইউক্রেইনের ব্যাংক প্রিভাতব্যাংকের গ্রাহকরা অর্থ আদানপ্রদান ও ব্যাংকটির একটি অ্যাপ ব্যবহার করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে জানা গেছে। ওশাদব্যাংক নামের আরেকটি ব্যাংক তাদের সিস্টেমের গতি ধীর হয়ে গেছে বলে জানিয়েছে।

এসব বিষয়ে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের মন্তব্য জানার জন্য যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু তাৎক্ষণিকভাবে তারা কোনো জবাব দেয়নি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়া ইউক্রেনের সীমান্তের কাছাকাছি আনুমানিক দেড় লাখ সৈন্য মোতায়েন করেছে। মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, যে কোনও সময় রাশিয়া আক্রমণ করতে পারে ইউক্রেনে। তবে, রাশিয়া বলেছে তাদের ইউক্রেন আক্রমণের পরিকল্পনা নেই।