কৃষ্ণ সাগর অভিমুখে রাশিয়ার ছয় যুদ্ধজাহাজ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেন সংকট নিয়ে পশ্চিম ও মস্কোর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নৌ মহড়ার জন্য ভূমধ্যসাগর থেকে কৃষ্ণ সাগর অভিমুখে যাত্রা শুরু করেছে রাশিয়ার ছয় যুদ্ধজাহাজ।

মঙ্গলবার (০৮ জানুয়ারি) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্স।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, মঙ্গল ও বুধবার জাহাজগুলো তুরস্কের প্রণালী দিয়ে কৃষ্ণ সাগরে যাওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

রাশিয়ার পক্ষ থেকে গত মাসেই প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত বড় ধরনের একটি নৌ মহড়ার ঘোষণা দেওয়া হয়েছিল। এতে রাশিয়ার সব নৌবহরকে যুক্ত করার কথাও জানায় মস্কো।

এর আগে, একজন ফরাসি কর্মকর্তা বলেছিলেন যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার মস্কোতে ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে আলোচনার পর বলেছেন, আপাতত ইউক্রেন সীমান্তের কাছে নতুন করে কিছু করবেন না।