মরিসনের কাছে ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে ‘ভণ্ড ও মিথ্যাবাদী’ বলার জন্য ক্ষমা চেয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী বার্নাবি জয়েস।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
মরিসন শনিবার (০৫ জানুয়ারি) এক বিবৃতিতে বলেছেন, তিনি জয়েসের ক্ষমা গ্রহণ করেছেন।
সম্প্রতি ফাঁস হওয়া এক বার্তায় জানা যায়, গত বছর মরিসন সরকারের জোট সঙ্গী বার্নাবি জয়েস বলেছিলেন যে তিনি মরিসনকে কখনই বিশ্বাস করেন না। তিনি (মরিসন) একজন ভণ্ড এবং আমার পর্যবেক্ষণ থেকে একজন মিথ্যাবাদী।
জয়েসের এই মন্তব্যে মরিসনের রাজনৈতিক অবস্থানকে একটা নাড়া দিয়েছে। তাই তাকে আগামী মে মাসের মধ্যে একটি ফেডারেল নির্বাচন দিতে হবে।
এর আগে, জয়েস সংবাদ সম্মেলন করে বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইতে চাই। আমি যে লেখাটি লিখেছি তা আমার কখনোই লেখা উচিত হয়নি।
জয়েস ২০২১ সালে ন্যাশনাল পার্টির নেতা হিসেবে ডেপুটি প্রধানমন্ত্রী হয়েছিলেন, মরিসনের নিয়োগকারী হিসাবে নয়।