ওমিক্রন ডেল্টার চেয়ে মৃদু প্রমাণিত নয়: ব্রিটিশ গবেষক

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনার অতি সংক্রামক ধরন ওমিক্রন ডেল্টার চেয়ে মৃদু প্রমাণিত নয় বলে জানিয়েছে ব্রিটিশ গবেষকেরা। শুক্রবার (১৭ ডিসেম্বর) ইম্পেরিয়াল কলেজ অব লন্ডন (আইসিএল) গবেষণাটি প্রকাশ করেছে।

এর আগে, কিছু গবেষক বলেছিলেন ওমিক্রন ডেল্টার চেয়ে মৃদু, এটি ততটা মারাত্মক নাও হতে পারে।

নতুন গবেষণায় দেখা গেছে, ওমিক্রনে পুনরায় আক্রান্ত হওয়ার ঝুঁকি ডেল্টার চেয়ে পাঁচগুণ বেশি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা এবং জাতীয় স্বাস্থ্য সেবা ব্যবস্থার তথ্যের ভিত্তিতে পরিচালিত গবেষণাটির পিয়ার রিভিউ এখনও সম্পন্ন হয়নি। এই গবেষণায় কেবল তাদেরই তথ্য নেওয়া হয়েছে যারা গত ২৯ নভেম্বর থেকে ১১ ডিসেম্বরের মধ্যে যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন।

গবেষণায় বলা হয়েছে, ডেল্টার চেয়ে ওমিক্রনের তীব্রতায় (হাসপাতালে ভর্তির ঝুঁকি এবং লক্ষণের তীব্রতা অনুসারে) পার্থক্যের কোনও প্রমাণ আমরা পাইনি।

১৬ ডিসেম্বরের গবেষণায় দেখা গেছে, ভ্যাকসিনের অবস্থা, বয়স, লিঙ্গ, জাতিগততা, উপসর্গহীন অবস্থা, অঞ্চল এবং নমুনার তারিখের ওপর নিভর করে ডেল্টার তুলনায় ওমিক্রন ৫.৪ গুণ বেশি পুনঃসংক্রমণের ঝুঁকি।