বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে ৮৫ শতাংশ কার্যকর!

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনার অতি সংক্রামক ধরন ওমিক্রন থেকে বাঁচতে টিকার বুস্টার ডোজ ৮৫ শতাংশ কার্যকর বলে জানিয়েছে যুক্তরাজ্যের গবেষকরা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, তবে করোনার অন্যান্য ধরনের বিরুদ্ধে বুস্টার ডোজ যতটা কার্যকর, ওমিক্রনের বিরুদ্ধে কিছুটা কম সুরক্ষা দেয়।

বিজ্ঞাপন

গবেষকরা জানিয়েছেন, বুস্টার ডোজ নেওয়া থাকলে ওমিক্রনে সংক্রমিত হলেও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ার ঝুঁকি কমে যায়।

যুক্তরাজ্যের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ৮ লাখ ৬১ হাজার ৩০৬ জনকে টিকার বুস্টার ডোজ দেওয়া হয়েছে।

গবেষকরা বলেছেন, দ্রুত ছড়িয়ে পড়া আফ্রিকান এই ধরন সম্পর্কে আরও তথ্য জানা না পর্যন্ত সঠিক কোনও সিদ্ধান্তে যাওয়া যাচ্ছে না। বিশেষজ্ঞরা এখনও বোঝার চেষ্টা করছেন ওমিক্রন কতটা গুরুতর হতে পারে।