জার্মানির নতুন চ্যান্সেলর শপথ নিলেন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জার্মানির নতুন চ্যান্সেলর হিসেবে শপথ নিয়েছেন ওলাফ শলৎস। এর মাধ্যমে দেশটিতে আঙ্গেলা ম্যার্কেল যুগের অবসান হল। আঙ্গেলা ম্যার্কেল জার্মানিতে ১৬ বছর নেতৃত্ব দিয়েছেন। খবর বিবিসির।

জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্দেসটাগ এসপিডি দলের ওলাফ শলৎসকে নতুন চ্যান্সেলর নির্বাচিত করেছে। স্থানীয় সময় বুধবার (০৮ ডিসেম্বর) তার শপথ গ্রহণের আনুষ্ঠানিকতাও শেষ হয়েছে।

বিজ্ঞাপন

বুন্ডেসটাগ আজ সকালে গোপন ব্যালটের মাধ্যমে ভোটদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। শলৎসের চ্যান্সেলর হওয়া নিয়ে কোনও বিতর্ক হয়নি।

জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষের ৭০৭ ভোটের মধ্যে ৩৯৫টি ভোট পান শলৎস। তবে ভোটের হিসাবে দেখা যাচ্ছে ‘ট্রাফিক লাইট কোয়ালিশন', অর্থাৎ এসপিডি-এফডিপি-গ্রিনের এই জোটের সব সদস্য শলৎসকে ভোট দেননি। তাদের সবার ভোট পেলে শলৎসের ভোট সংখ্যা হওয়ার কথা ছিল ৪১৬। মোট ৭৩৬টি ভোটের মধ্যে শলৎসের বিপক্ষে ভোট পড়ে ৩০৩টি। ছয় জন ভোটদানে বিরত ছিলেন।

জার্মানির নবম চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হলেন ওলাফ শলৎস।