সুইডেনে পদত্যাগ করা প্রথম নারী প্রধানমন্ত্রী পুনর্নিযুক্ত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিয়োগের ১২ ঘণ্টার মধ্যেই পদত্যাগ করা সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন পুনর্নিযুক্ত হয়েছেন।

সোমবার (২৯ নভেম্বর) পার্লামেন্টে নতুন করে ভোট দেন দেশটির সংসদ সদস্যরা। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা ম্যাগডালেনা অ্যান্ডারসন খুব কম ব্যবধানে সমর্থন করেছেন তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

তিনি ২০২২ সালের সেপ্টেম্বরের সাধারণ নির্বাচনের আগ পর্যন্ত একদলীয় সরকারের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করবেন।

এর আগে, গত বৃহস্পতিবার তার জোট ভেঙে যাওয়ার পর তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। ৫৪ বছর বয়সী এই অর্থনীতিবিদ গ্রিন পার্টির সঙ্গে একটি নতুন জোট সরকার গঠনের পরিকল্পনাটি বিপর্যস্ত হয়ে পড়ে যখন তার বাজেট প্রস্তাব পাস করতে ব্যর্থ হয়।

দেশটির পার্লামেন্ট রিকসড্যাগের ৩৪৯ সদস্যের মধ্যে ১০১ জন সদস্য অ্যান্ডারসনের পক্ষে ভোট দেন। ৫৭ জন ভোটদানে বিরত থাকেন। ১৭৩ জন তাঁর বিপক্ষে ভোট দেন। ভোটদানে অনুপস্থিত থাকেন একজন।

সুইডেনের সংবিধান অনুযায়ী, পার্লামেন্টে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন হয় না। প্রার্থীর বিরোধিতাকারীরা ১৭৫ জনের বেশি না হলেই চলে।