টিকার দুই ডোজ মৃত্যু প্রতিরোধে ৯৫ শতাংশ কার্যকর

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কোভিড-১৯ টিকার দুই ডোজ গ্রহণ করলে মৃত্যু প্রতিরোধে ৯৫ শতাংশ কার্যকর বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। কোভিশিল্ড ও কো-ভ্যাক্সিনের ওপর ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের বড় পরিসরে চালানো এক গবেষণায় এ প্রমাণ পাওয়া যায়।

দেশটির নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ডা. ভিকে পল জানান, ভারতে যখন মহামারির দ্বিতীয় ঢেউ অর্থাৎ করোনার ডেল্টা ভ্যারিয়্যান্ট সংক্রমণের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় তখন এই গবেষণাটি পরিচালিত হয়।

বিজ্ঞাপন

গবেষণাটি তামিলনাডুর ১ লাখ ১৭ হাজার ৫২৫ জন পুলিশ সদস্যের ওপর করা হয়। তাদের মধ্যে ১৭ হাজার ৫৯ কোন টিকা নেননি এবং  এই দলের ২০ জন মারা যান। ৩২ হাজার ৭৯২ জন পুলিশ সদস্য টিকার এক ডেজ নেন; এর মধ্যে সাত জন মারা যান। ৬৩ হাজার ৬৭৩ জন যারা দুই ডোজ টিকা নিয়েছিলেন; তাদের মধ্যে ৩ জন মারা যান।

ডা. পল আরও বলেন, আমরা গবেষণায় দেখেছি, টিকার প্রথম ডোজ নেওয়ার পর ৮২ শতাংশ মৃত্যু প্রতিরোধে কার্যকর। যখন দুই ডোজ টিকা দেওয়া হয় ৯৫ শতাংশ মৃত্যু প্রতিরোধে কার্যকর বলে প্রমাণ পাওয়া যায়। গবেষণাটি মহামারি যখন মানুষের মধ্যে সর্বোচ্চ ঝুঁকি তৈরি করেছিল তখন করা হয়। আমরা সবাই জানি, দ্বিতীয় ঢেউয়ে ডেল্টা ধরণ কিভাবে সংক্রমণ ছড়িয়েছিল। সুতরাং এটাও বলা যায় এই টিকা ডেল্টা ভ্যারিয়্যান্ট প্রতিরোধে কার্যকর।

সারা বিশ্বে করোনার ডেল্টা ধরণ হুমকিরূপে আবির্ভূত হয়েছে। বিভিন্ন দেশে এর তৃতীয় ঢেউ শুরু হয়েছে। ইতিমধ্যে এর প্রভাব পড়েছে যুক্তরাজ্য, স্পেন, নেদারল্যান্ডস, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ডসহ অনেকে দেশে। ২০২০ সালের অক্টোবরে ভারতে প্রথম করোনার ডেল্টা ভ্যারিয়্যান্ট পাওয়া যায়। এখন বিশ্বের ১১১টি দেশে করোনার ডেল্টা ধরণ পাওয়া গেছে।

এদিকে ভারতে বিজ্ঞানীরা ডেল্টা প্লাস নামে আরেকটি মিউটেশন পেয়েছে। যা সম্পর্কে সতর্ক করা দিয়েছেন তারা। তবে ভারত সরকারের বিশেষজ্ঞরা মনে করছেন, ডেল্টা প্লাস ডেল্টা ধরণের মতে তীব্র সংক্রমণ ছড়াবে না।