আফগানিস্তান থেকে জার্মানির সব সেনা প্রত্যাহার

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আফগানিস্তান থেকে জার্মানি তাদের সব সেনা প্রত্যাহার করে নিয়েছে।

মঙ্গলবার (২০ জুন) রাতে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে তাদের ‘মিশনের’ সমাপ্তি ঘটেছে। এর মধ্য দিয়ে ন্যাটোর সঙ্গে ২০ বছর ধরে নিজেদের আফগান-যাত্রার ইতি টানল ইউরোপের দেশটি। খবর বার্তা সংস্থা রয়টার্স।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে জার্মান প্রতীরক্ষামন্ত্রী আনেগ্রেট ক্রাম্প-কারেনবাউয়ার বলেন, মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের বুনডেসভেরের সর্বশেষ সেনারা আফগানিস্তান ত্যাগ করেছেন।

আনেগ্রেট একে একটি ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি হিসেবে বর্ণনা করেন। ২০০২ সাল থেকে দেড় লাখেরও বেশি সৈন্য দেশটিতে কাজ করেছেন বলেও জানান। তিনি বলেন, জার্মান সেনাবাহিনী যুদ্ধে নিজেদেরকে প্রমাণ করেছে।

গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চলতি বছরের ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। আফগানিস্তানে ন্যাটোর প্রশিক্ষণ ও সহযোগিতা মিশন—রেজ্যুলুট সাপোর্টে জোটের ৯ হাজার ৬০০ সেনা অবশিষ্ট ছিল।

বুধবার (৩০ জুন) বিকেলে তিনটি পরিবহন বিমান উত্তর জার্মানির উইনস্টারফ বিমান ঘাঁটিতে অবতরণ করেছে।