সাইবেরিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৪

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দক্ষিণপশ্চিম ‍সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলে ছোট একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে চারজন নিহত ও চারজন আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (১৯ জুন) এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

বিজ্ঞাপন

এর আগে তাস সংবাদ সংস্থা সাতজন নিহত হওয়ার তথ্য জানায়। তানায় বিমানঘাঁটির কাছে দুই ইঞ্জিনবিশিষ্ট এল-৪১০ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। ওই বিমানঘাঁটিতে প্যারাস্যুটবিষয়ক প্রশিক্ষণ হয়। বিধ্বস্ত হওয়ার আগে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কথা জানিয়েছিল উড়োজাহাজের ক্রু।

স্থানীয় প্রসিকিউটরের কার্যালয় থেকে বলা হয়, উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলট ইঞ্জিন বিকল হওয়ার সংকেত পাঠিয়েছিলেন।

আহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানান জরুরি চিকিৎসা সেবা মুখপাত্র।

দুর্ঘটনাস্থলে এখনো উদ্ধার ও তাল্লাশি অভিযান চলছে।