রাশিয়ার একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ১১

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাশিয়ার কাজান শহরের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে এগারোজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগ শিশু। খবর বিবিসির।

মঙ্গলবার (১১ মে) মস্কো থেকে ৮২০ কিলোমিটার পূর্বে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সংবাদ সংস্থা তাসের বরাতে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, একজন বন্দুকধারী স্কুলের ভেতরে অবস্থান করছিলেন। গুলিতে তিনিও নিহত হয়েছেন।

প্রাথমিক খবরে জানা যায়, ওই স্কুলটিতে দুই ব্যক্তি গুলি চালান। এঘটনায় ১৯ বছরের এক কিশোরকে আটক করা হয়েছে।

উদ্ধারকারী দল বলছে, তাঁরা বিস্ফোরণের শব্দ শুনেছেন। মুসলিম রিপাবলিক অফ তাতারস্তানের একটি শহর কাজান।

পুলিশ ভারী অস্ত্রে সুসজ্জিত হয়ে এবং জরুরি যানবাহন নিয়ে কাজানের ১৭৫ নম্বরের স্কুলের বাইরে দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে অনেক শিশু বাঁচতে জানালা থেকে ঝাঁপিয়ে পড়ছে।