পাকিস্তানে বন্ধ হচ্ছে টিকটক!

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অশ্লীল কনটেন্ট প্রচারের অভিযোগে পাকিস্তানে ভিডিও শেয়ার করার অ্যাপ টিকটক বন্ধ করার নির্দেশ আসতে পারে।

বৃহস্পতিবার (১১ মার্চ) দেশটির হাইকোর্ট সরকারকে টিকটক বন্ধ করতে নির্দেশ দিয়েছে। এ নিয়ে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে ছয় মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার বন্ধ হতে যাচ্ছে।

বিজ্ঞাপন

জানা গেছে, অশ্লীল কন্টেন্ট প্রচারের অভিযোগে টিকটকের বিরুদ্ধে মামলা করেছিলেন পাকিস্তানের এক ব্যক্তি। ওই মামলার প্রেক্ষিতেই পেশোয়ার হাইকোর্ট চীনা অ্যাপটি নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন।

শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষের প্রধানসহ অন্য জ্যেষ্ঠ কর্মকর্তারা।

পেশোয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি কায়সার রশিদ খান এই রায় দেন।

রায় দেওয়ার সময় প্রধান বিচারপতি বলেন, জনপ্রিয় এই প্ল্যাটফর্মে আপলোড হওয়া কয়েকটি ভিডিও পাকিস্তানি সমাজের পক্ষে মেনে নেওয়া যায় না। তিনি বলেন, আদালতের গ্রহণযোগ্য বিষয় হিসেবে এটি নিয়ন্ত্রণের ব্যবস্থা না করা পর্যন্ত দেশটির ইন্টারনেট নিয়ন্ত্রককে পরিষেবাটি বন্ধ করার নির্দেশ দিচ্ছে।

দেশটির টেলিযোগাযোগ নিয়ন্ত্রকের মুখপাত্র খুররাম মেহরান আল জাজিরাকে বলেছেন, পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষ (পিটিএ) আদালতের নির্দেশ মেনে চলবে।

টিকটক এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বলেছে, তাদের কন্টেন্ট নিরীক্ষণের জন্য গাইডলাইন রয়েছে।

এর আগে, গত অক্টোবরেও একই অভিযোগে টিকটক নিষিদ্ধ করেছিল পাকিস্তান। তবে মাত্র ১০ দিনের মাথায় সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

সেসময় টিকটক কর্তৃপক্ষ পাকিস্তানি কর্মকর্তাদের আশ্বস্ত করেছিল যে, তারা দেশটির আইনবিরুদ্ধ সব ধরনের কন্টেন্ট মুছে ফেলবে।