আফগানিস্তানে ৩ নারী সংবাদকর্মীকে গুলি করে হত্যা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের জালালাবাদে তিনজন নারী সংবাদকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (০২ মার্চ) পূর্ব আফগানিস্তানের জালালাবাদ শহরে কাজ শেষে বাড়ি ফেরার পথে তাদের গুলি করে হত্যা করা হয়।

বিজ্ঞাপন

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, তিন নারী সংবাদকর্মীই স্থানীয় টেলিভিশন চ্যানেল এনিকাসে কাজ করতেন।

টেলিভিশন চ্যানেলটির পরিচালক জামলাই লতিফি জানান, কাজ শেষে হেঁটে বাড়ি ফেরার পথে দু’টি পৃথক স্থানে তাদের লক্ষ্য করে গুলি করা হয়। তারা ঘটনাস্থলেই মারা যান। তাদের সঙ্গে দুইজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। হাইস্কুলে অধ্যয়ন করা এসব নারীর বয়স ১৮ এবং ২০ বছরের মধ্যে।

তবে, এই হামলার দায় কেউ স্বীকার করেনি।

গত কয়েক মাসে আফগানিস্তানে বেশ কয়েকজন সাংবাদিক, সুশীল সমাজের কর্মী এবং সরকারি মধ্যম পর্যায়ের কর্মকর্তা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এদের অনেকের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এসব ঘটনায় আফগানিস্তান সরকার ও বিদেশি প্রতিষ্ঠানগুলো তালেবানের ওপর দায় চাপালেও জঙ্গি সংগঠনটি বরাবরই এসব ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করে আসছে। তবে যেসব এলাকায় হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেখানে ইসলামিক স্টেট জঙ্গিদের তৎপরতা রয়েছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) খবরে বলা হয়, তিন নারী সংবাদকর্মী মুরসাল ওয়াহিদি, শাহনাজ ও সাদিয়া যখন বাড়ি ফিরছিল তখন বন্দুকধারীরা তাদের পৃথক স্থানে গুলি করে হত্যা করে।