এক বছর পর প্রকাশ্যে কিমের স্ত্রী

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর প্রকাশ্যে দেখা গেলো উত্তর কোরিয়ার নেতা কিম জং উন-এর স্ত্রী রাই সোল জু-কে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৭ ফেব্রুয়ারি) এক বছরেরও বেশি সময় পরে প্রথমবারের মতো রাষ্ট্রীয় কোন অনুষ্ঠানে গণমাধ্যমের সামনে উপস্থিত হলেন উত্তর কোরিয়ার ফার্স্ট লেডি রাই সোল জু। দেশের অন্যতম বৃহত্তম এই ছুটির দিনের কনসার্টে তার স্বামী কিম জং উনের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন
কনসার্ট উপভোগ করেছেন কিম দম্পতি

কিমের প্রয়াত পিতা ও সাবেক নেতা কিম জং ইলের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানে সরকারি সংবাদপত্র রোডং সিনমুন এই জুটির ছবি প্রকাশ করেছে।

রাই সোল জু গত বছরের জানুয়ারির পর থেকে আড়ালে ছিলেন। তখন বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়েছিল, রাই সোল জু সন্তানসম্ভবা, তাই তিনি আড়ালে চলে গেছেন।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে, করোনার ঝুঁকি কারণে বাইরের কার্যক্রম থেকে বিরত ছিলেন কিমের স্ত্রী। তবে তিনি এ সময় তাদের বাচ্চাদের সঙ্গে ভালো সময় কাটিয়েছেন।

এনআইএস আরও জানায়, কিম দম্পতির তিনটি সন্তান রয়েছে, তবে তাদের সম্পর্কে প্রকাশ্যে খুব কমই জানা যায়।