উত্তর কোরিয়ার সবচেয়ে বড় শত্রু যুক্তরাষ্ট্র: কিম জং উন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সম্মেলনে অংশ নিয়ে দেশটির শীর্ষ নেতা কিম জং উন বলেছেন, উত্তর কোরিয়ার সবচেয়ে বড় শত্রু যুক্তরাষ্ট্র।

শনিবার (৯ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এমনটি জানিয়েছে।

বিজ্ঞাপন

কিম জং উন আরও বলেছেন, আমাদের উদ্ভাবিত উন্নয়নের প্রধান প্রতিবন্ধক মার্কিন যুক্তরাষ্ট্রকে পরাজিত করার দিকে মনোনিবেশ করতে হবে, কারণ তারা আমাদের সবচেয়ে বড় শত্রু।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে যেই ক্ষমতায় আসুক না কেন, উত্তর কোরিয়ার প্রতি তাদের মৌলিক নীতিগুলি কখনই বদলাবে না। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতাগ্রহণের মাত্র ১১ দিন আগে এমন মন্তব্য করলেন কিম।

যদিও এবিষয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। জো বাইডেনের প্রচারের একজন মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরেও তার সঙ্গে কথার যুদ্ধে জড়িয়ে ছিলেন কিম জং উন। পরে অবশ্য তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠেছিলো।