বাড়ির ছাদে উল্কাপিণ্ড পড়ে রাতারাতি কোটিপতি যুবক

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

উল্কাপিণ্ড পড়েছিল বাড়ির ছাদে। আর তাতেই কোটিপতি বনে গেলেন ইন্দোনেশিয়ার বাসিন্দা জোসুয়া হুটাগালানগু। ৩৩ বছর বয়সী জোসুয়া নিজ বাড়িতে কাজ করছিলেন। হুট করেই আকাশ থেকে একটি বস্তু পড়লো। যা দেখে তিনি অবাক হয়েছিলেন। সেই বস্তুই তাকে ১০ কোটি টাকার মালিক বানিয়েছে।

জোসুয়ার বাড়ির ওপর যে বস্তুটি পড়েছিল সেটি ছিল একটি উল্কাপিণ্ড। যা প্রায় ৪ বিলিয়ন বছরের পুরনো। এর বাজারে দাম ধরা হয়েছে ১০ কোটি টাকা।

বিজ্ঞাপন

উল্কাপিণ্ডটি তীব্র গতিতে তার ছাদে পড়ে। এরপর ছাদ ফুটো হয়ে নিচে নেমে আসে এবং তার ঘরের মেঝের ভেতর প্রায় ১৫ সেমি ঢুকে যায়। এমন ঘটনায় প্রথমে আতঙ্কিত হয়ে পড়েছিলেন জোসুয়া। কিন্তু পরে এটি বিক্রি করে জোসুয়া পেয়েছে ১০ কোটি টাকা।

এটি খুব বিরল প্রজাতির উল্কা। তাই এর ওজনের প্রতি গ্রামে দাম ধরা হয়েছে ৮৫৭ ডলার। জোসুয়া জানিয়েছেন, প্রথম যখন এটি পড়ে, তখন মারাত্মক গরম ছিল কিন্তু পরে এটি ঠাণ্ডা হয়ে যায়।