মিয়ানমারে সাধারণ নির্বাচন রোববার

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি সংগৃহীত।

ছবি সংগৃহীত।

মিয়ানমারে আগামীকাল রোববার (৮ নভেম্বর) সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

দ্যা গার্ডিয়ান জানায়, নির্বাচনে অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এবং ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়াও আঞ্চলিক পর্যায়ে আরও ৯১ দল অংশ নিচ্ছে। নির্বাচন কমিশনে নথিভুক্ত মোট দলের সংখ্যা ৯৫টি।

বিজ্ঞাপন

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩ কোটি ৭০ লাখ। এর মধ্যে তরুণ ভোটার রয়েছে ৫০ লাখ।

১৯৯০ সালের ২৭ মে সামরিক শাসকদের তত্ত্বাবধানে মিয়ানমারে প্রথম সাধারণ নির্বাচনে সু চি'র দল জয় পায়। তবে ২০১১ সাল পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করে সেনাবাহিনী। এরপর ২০১৫ সালে সবশেষ নির্বাচনে বড় জয় পায় সু চি'র দল। কিন্তু রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার শিকার হন সু চি।