১০২ দিন পর নিউজিল্যান্ডে ফের করোনা রোগী শনাক্ত
১০২ দিন পর নিউজিল্যান্ডে ফের করোনা রোগী শনাক্ত হয়েছে। এর জেরে মঙ্গলবার (১১ আগস্ট) অকল্যান্ড শহরকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন জানিয়েছেন, অকল্যান্ডের একটি পরিবারে ৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্স।
তবে ওই চার জন কোথা থেকে সংক্রমিত হয়েছেন তা জানা যায়নি। ভাইরাসের বিস্তার ঠেকাতে ইতিমধ্যে প্রধানমন্ত্রী মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়ে অকল্যান্ড শহরকে লকডাউন ঘোষণা করেছেন। বুধবার দুপুর থেকে শুক্রবার পর্যন্ত অকল্যান্ড লকডাউন থাকবে।
দেশটির স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অ্যাশলে ব্লুমফিল্ড বলেছেন, দক্ষিণ অকল্যান্ডের একটি পরিবারের ৪ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত। তাদের সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ভ্রমণের কোনও ইতিহাস নেই ।
অকল্যান্ড শহরকে লকডাউন ঘোষণা করায় অনেকে খাবার স্টক করা শুরু করেছে এবং রেস্টুরেন্টগুলোতে ভিড় বেড়ে গেছে।
নিউজিল্যান্ডে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৭০ জন, ফেব্রুয়ারির শেষ দিক থেকে এ পর্যন্ত দেশটিতে মোট ২২ জন করোনাভাইরাসে মারা গেছেন।