সড়ক দুর্ঘটনায় দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর এক যুবক নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

নিহত সুজন

নিহত সুজন

দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গ শহরের হাইডেলবার্গ রোডে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত সুজন (২৩), জেলার সোনাইমুড়ী উপজেলার পূর্ব চাঁদপুর  গ্রামের ৭নং বজরা এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

এ দুর্ঘটনায় সুমন নামে অপর এক বাংলাদেশি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৬জুন) সকালে দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গ শহরের হাইডেলবার্গ রোডে এ দুর্ঘটনা ঘটে। দক্ষিণ আফ্রিকা বসবাসরত নোয়াখালীর প্রবাসী শরীফ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, দক্ষিণ আফ্রিকা প্রবাসী ব্যবসায়ী সুজন ও সুমন দোকানের মালামাল ক্রয় করতে অক্কাবিল এলাকা থেকে স্প্রিং যাওয়ার পথে হাইডেলবার্গ রোডে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই প্রবাসী সুজনের মৃত্যু হয়।

অপরদিকে, এ দুর্ঘটনায় সুমন নামে আরও বাংলাদেশিকে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।