ড. আলী রিয়াজ এআইবিএসের প্রেসিডেন্ট নির্বাচিত
আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (এআইবিএস) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট অধ্যাপক ড. আলী রিয়াজ।
এআইবিএস যুক্তরাষ্ট্রের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের একটি সংস্থা। যা বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে পাণ্ডিত্যপূর্ণ শিক্ষার বোঝাপড়া প্রচার করে থাকেন। এটি যুক্তরাষ্ট্রের একমাত্র প্রধান সংস্থা যা বাংলাদেশের এবং তার সম্পর্কে কাজ করা বিশ্ববিদ্যালয়গুলিকে একত্রিত করে।
শিকাগো বিশ্ববিদ্যালয়, কর্নেল বিশ্ববিদ্যালয়, অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়, কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়-বার্কলেসহ ২৫টি বিশ্ববিদ্যালয় এআইবিএসের সদস্য। এআইবিএসের সঙ্গে একযোগে কাজ করার জন্য বাংলাদেশের ২৪টি বিশ্ববিদ্যালয় সমঝোতা স্মারকে সই করেছে। এর মধ্যে অন্যতম হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ব্র্যাক, আইইউবি, ইউল্যাব ও নর্থ সাউথ ইউনিভার্সিটি।
এআইবিএসের পরিচালনা কমিটি ট্রাস্টি বোর্ড এবং নির্বাহী কমিটি (ইসি) নিয়ে গঠিত। প্রতিটি সদস্য প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ডের একজন প্রতিনিধি থাকে। কার্যনির্বাহী কমিটিতে সভাপতি, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, সচিব এবং একটি বড় সদস্য থাকে।
এআইবিএস আমেরিকান বিদেশি গবেষণা কেন্দ্রের কাউন্সিলের সদস্য (সিএওআরসি)। সিওআরসি হল ২২টি বিদেশি গবেষণা কেন্দ্রের একটি অলাভজনক ফেডারেশন যা উন্নত গবেষণা প্রচার করেন। বিশেষত মানবিকতা এবং সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, রেকর্ডিং এবং আধুনিক সমাজের ব্যাখ্যা নিয়ে মনোনিবেশ করেন।
নতুন এআইবিএস কমিটি ১ অক্টোবর দায়িত্ব গ্রহণ করবে৷ প্রেসিডেন্ট আলী রীয়াজ চার বছরের জন্য দায়িত্ব নেবেন।