আমিরাতে করোনাভাইরাসে নতুন আক্রান্ত ৩০৪, সুস্থ ৭০১

  • জিয়াউল হক জুমন, ইউএই প্রতিনিধি
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ বার্তা২৪.কম

ছবিঃ বার্তা২৪.কম

সংযুক্ত আরব আমিরাতে গত ২৪ ঘণ্টায় প্রায় ৪৩ হাজার মানুষের করোনা টেস্ট করার পর ৩০৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০১ জন এবং মৃত্যুবরণ করেছেন একজন।

রোববার (১৪ জুন ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে সংযুক্ত আরব আমিরাতে সর্বমোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২২৯৪ জন, সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ২৭৪৬২ জন এবং মৃত্যুবরণ করেছেন ২৮৯ জন।

সংযুক্ত আরব আমিরাতে এ পর্যন্ত করোনা টেস্ট করা হয়েছে দুই দশমিক পাঁচ মিলিয়ন। দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

বিজ্ঞাপন