মাদ্রিদে বাংলাদেশি প্রতিষ্ঠানের বার্ষিক সভা অনুষ্ঠিত

  • কবির আল মাহমুদ, স্পেন থেকে
  • |
  • Font increase
  • Font Decrease

মাদ্রিদে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান সিলেট ফ্রেসকো কোম্পানি লিমিটেডের বার্ষিক সভা অনুষ্ঠিত, ছবি: লেখক

মাদ্রিদে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান সিলেট ফ্রেসকো কোম্পানি লিমিটেডের বার্ষিক সভা অনুষ্ঠিত, ছবি: লেখক

স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান সিলেট ফ্রেসকো কোম্পানি লিমিটেডের দায়িত্বশীলদের বার্ষিক মান উন্নয়ন পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ জুন) সিলেট ফ্রেসকো কোম্পানির উছেরাস্থ শোরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিষ্ঠানের ৫০ জন দায়িত্বশীল কর্মকর্তা সভায় অংশ নেন।

বিজ্ঞাপন

সিলেট ফ্রেসকো কোম্পানির পরিচালক ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সহ-পরিচালক জামিল হোসেনের শাহ আলমের সঞ্চালনায় আয়োজিত সভায় অতিথি ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি আল মামুন, ঢাকা জেলা এসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এস এম মাসুদুর রহমান, গ্রেটার সিলেট এসোসিয়েশনের সদস্য সচিব আবু জাফর রাসেল, অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক কবির আল মাহমুদ প্রমুখ।

সভায় করোনা বিপর্যয়ের সময় কোম্পানির মান উন্নয়ন এবং বিক্রয় বৃদ্ধি নিয়ে মাদ্রিদ শহরে বিভিন্ন এলাকায় দায়িত্বশীল কর্মকর্তারা তাদের মতামত তুলে ধরেন। আলোচনা সভায় তারা নতুন নতুন পরিকল্পনা এবং কিভাবে ক্রেতাদের আকৃষ্ট করা যায় এ ব্যাপারে বক্তব্য প্রদান করেন। এ সময় কোম্পানির দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক ফরহাদ হোসেন, কামিল আহমেদ শুবেল প্রমুখ।

বিজ্ঞাপন

সিলেট ফ্রেসকো কোম্পানির পরিচালক ইকবাল হোসেন বলেন, মাদ্রিদের অনেক নামি-দামি কোম্পানির সঙ্গে পাল্লা দিয়ে সিলেট ফ্রেসকো কোম্পানি এগিয়ে চলছে। আপনাদের পরিশ্রম এবং আন্তরিকতার জন্য তা সম্ভব হয়েছে। বাংলাদেশি প্রবাসীদের প্রাধান্য দিয়ে এটাকে প্রবাসের বুকে সহজে আপনাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে। ভবিষতে এই ধারা অব্যাহত রাখতে দায়িত্বশলীদের প্রতি তিনি আহবান জানান।

এ সময় উপস্থিত অতিথিরা বলেন, স্পেনের আইন মেনে সিলেট ফ্রেসকো কোম্পানি ব্যবসায়িক কার্যক্রম সফলভাবে চালিয়ে যাচ্ছে। কোম্পানিটি ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশ ও প্রবাসে সমাজের জন্য বিভিন্ন সেবামূলক কাজ করছে তারা। সিলেট ফ্রেসকো কোম্পানির পরিসর বৃহৎ আকারে এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রয়োজন।

সভায় করোনার বিপর্যয় থেকে মুক্তি ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন শাহজালাল ফুলতলী জামে মসজিদ মাদ্রিদের পরিচালনা কমিটির সভাপতি মাওলানা খলিলুর রহমান। অনুষ্ঠানে সিলেট ফ্রেসকো কোম্পানির দায়িত্বশীলদের নতুন ইউনিফর্ম প্রদান করা হয়।