চীনে কোয়ারেন্টাইনে ধস: নিহত ৪, জীবিত উদ্ধার ৪৯

  করোনা ভাইরাস
  • চীন করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের কুয়ানজু শহরে শনিবার (৭ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় করেনাভাইরাস আক্রান্তদের জন্য কোয়ারেন্টাইন হিসেবে ব্যবহৃত একটি অস্থায়ী হোটেল ভবন ধসে পড়ে।

রোববার (৮ মার্চ) চীনের স্থানীয় সময় সাড়ে ৮টা পর্যন্ত মোট ৪৯ জনকে উদ্ধারের কথা জানিয়েছে কোয়ানজু পৌর সরকার।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম বিবিসি জানায়, ভবন ধসের ঘটনায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। 

এ ঘটনায় উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে ৮০০ উদ্ধার কর্মী ও ৭টি কুকুর বলে জানিয়েছে চীনের সংবাদমাধ্যামগুলো।

এই হোটেলটিকেই অস্থায়ীভাবে হাসপাতাল বানিয়ে এখানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দেওয়া হচ্ছিল। পাঁচতলা ভবনটি ধসে পড়ায় এর নিচে অন্তত ৭০ জন আটকা পড়ে।