ইতালিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৮৪৩, মৃত্যু ২৩৩

  করোনা ভাইরাস
  • ইসমাইল হোসেন স্বপন, বার্তা২৪.কম, ইতালি
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

ইতালিতে ক্রমেই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। দেশটিতে এখনও পর্যন্ত ৫৮৪৩ জন আক্রান্ত হয়েছে। আর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৩ জনে।

শনিবার (৭ মার্চ) ইতালির নাগরিক সুরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ার পাশাপাশি দেশটিতে বাড়ছে আতঙ্কও। তবে ইতালি প্রশাসন এ ভাইরাস মোকাবিলায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।

ইতালির প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তের মাধ্যমে সায়েন্টিফিক এন্ড টেকনিক্যাল কমিটির নতুন নিয়মাবলী প্রকাশ করা হয়েছে।

এই নিয়মাবলীতে ৩০ দিনের জন্য পুরো ইতালি জুড়ে ইভেন্ট বা খেলা যা ভিড় সৃষ্টি করতে পারে তা এড়িয়ে চলতে অনুরোধ করা হয়েছে। যতটুকু সম্ভব আলিঙ্গন, হ্যান্ডশেক এবং চুম্বন এড়িয়ে চলতে বলা হয়েছে। অন্যান্য ব্যক্তিদের থেকে কমপক্ষে ১ থেকে ২ মিটার দূরে থাকতে হবে।

৬৫ বছরের বেশি বয়সীদের বাসায় থাকার বা যারা অসুস্থ তাদের ভিড় জায়গায় না যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

ইতালিতে প্রবাসী বাংলাদেশি কেউ করোনায় আক্রান্ত হয়েছে এমন খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

ইতালির বিভিন্ন শহরে প্রায় ২ লাখ বাংলাদেশি বসবাস করছে।