ইতালিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৮৫৮, মৃত্যু ১৪৮

  করোনা ভাইরাস
  • ইসমাইল হোসেন স্বপন, ইতালি থেকে
  • |
  • Font increase
  • Font Decrease

করোনা ভাইরাস, ছবি: সংগৃহীত

করোনা ভাইরাস, ছবি: সংগৃহীত

ইতালিতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে প্রতিদিনই বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার (৫ মার্চ) দেশটিতে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে হলো ১৪৮।

নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৬৯ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৫৮ জনে। সংশ্লিষ্টদের ধারণা, আক্রান্ত ও মৃতের সংখ্যা আরও বাড়বে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ইতালির নাগরিক সুরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে।

এদিকে দেশটিতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ৪১৪ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন বলেও জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

কোভিড-১৯ প্রতিরোধে ইতালি সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। করোনা ভাইরাস সর্তকতায় সব স্কুল-কলেজ ১৫ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

ইতালীর প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তের মাধ্যমে সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল কমিটির নতুন নিয়মাবলী প্রকাশ করা হয়েছে।

এ নিয়মাবলীতে ৩০ দিনের জন্য পুরো ইতালি জুড়ে ইভেন্ট বা খেলা যা ভিড় সৃষ্টি করতে পারে, তা এড়িয়ে চলতে অনুরোধ করা হয়েছে জনগণকে। যতটুকু সম্ভব আলিঙ্গন, হ্যান্ডশেক এবং চুম্বন এড়িয়ে চলতে বলা হয়েছে। অন্যান্য ব্যক্তিদের থেকে কমপক্ষে এক থেকে দুই মিটার দূরে থাকতে হবে।

৬৫ বছরের বেশি বয়সীদের বাসায় থাকার, বেশি বয়সী বা যারা অসুস্থ, তাদের ভিড়ের জায়গায় না যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

এদিকে ইতালি প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সর্তক হওয়ার অনুরোধ জানিয়েছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার।

এছাড়াও রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সরকারের নতুন নিদের্শনামতে প্রবাসীদের দেশে ভ্রমণের ক্ষেত্রে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত নন, এমন স্বাস্থ্য পরীক্ষার সার্টিফিকেট দাখিল করতে হবে।

উল্লেখ, ইতালির বিভিন্ন শহরে প্রায় দুই লাখ বাংলাদেশি বসবাস করছেন।