বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফেসবুক গ্রুপ খুলছে চীন দূতাবাস

  করোনা ভাইরাস
  • সাকিব চৌধুরী, চীন করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চীনে অধ্যয়নরত ও যারা ইতিমধ্যে চীনে বিভিন্ন সময়ে অধ্যয়ন করেছে তাদের জন্য একটি বিশেষ ফেসবুক গ্রুপ খুলছে ঢাকাস্থ চীন দূতাবাস।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ হুয়ালং ইয়ান তার ফেসবুক একটি পোস্ট দিয়ে এই গ্রুপে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে ।

বিজ্ঞাপন

ফেসবুক গ্রুপটির নাম Association of Bangladeshi China Returned Students & Scholars (ABCRSS) । ধারণা করা হচ্ছে, এই গ্রুপের মাধ্যমে চীনে বর্তমান ও সাবেক বাংলাদেশি শিক্ষার্থীদের একত্রিত করলে বিভিন্ন ধরনের কার্যক্রমে তাদের অংশগ্রহণ বাড়বে এবং শিক্ষার্থীদের জন্য দূতাবাসে বিভিন্ন তথ্য এই গ্রুপে শেয়ার করা হবে।

উল্লেখ্য, চীনে উচ্চ শিক্ষা বাংলাদেশিদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে এবং বর্তমানে কয়েক হাজার বাংলাদেশি শিক্ষার্থী চীনে অধ্যয়নরত রয়েছে।