যুক্তরাজ্যে আ.লীগের বিজয় দিবস উদযাপন 

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিনম্র শ্রদ্ধা ও ভালবাসার মধ্য দিয়ে যুক্তরাজ্যে আওয়ামী লীগের চেশিয়ার এন্ড নর্থওয়েলস শাখার আয়োজনে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

যুক্তরাজ্যে আওয়ামী লীগের চেশিয়ার এন্ড নর্থওয়েলস শাখার সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এটিএম লুকমান এর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নর্থ ওয়েলস এর বিভিন্ন শহরের আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।

বিজ্ঞাপন

চেষ্টারের এলস মিয়ার র্পোটএর একটি রেষ্টুরেন্টে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বাংলাদেশের মহান বিজয়ের ৫২তম দিবসটি উদযাপিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতেই বাঙালি জাতির মহান নেতা বঙ্গবন্ধুসহ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

বিজ্ঞাপন

সভায় বক্তারা বলেন- বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে ক্ষমতায় রাখার আহবান জানান নেতৃবৃন্দরা।

নেতৃবৃন্দদের প্রত্যাশা- শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে, এই এগিয়ে যাওয়া অব্যাহত রাখার জন্যে আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনে বিজয়ের মাধ্যমে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়াও নেতৃবৃন্দরা প্রবাসে বসবাকারী এ প্রজম্মকে দেশের প্রতি ভালোবাসা, মহান মুক্তিযুদ্ধ, জাতির জনকের জীবন ও কর্ম সম্পর্কে জানানোর জন্যে আহ্বান জানান।

সবশেষে এক আনন্দঘন নৈশ্য ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এসময় উপস্থিত ছিলেন- সাব্বির আহমেদ চৌধুরী, আবুল কাশেম নোমান, ইমরুল হক হিরক, ফখরুল ইসলাম, ছুরত মিয়া রফিক, আব্দুল ওয়াহিদ, ফরিদ মিয়া, নুরুল হক, মাহবুবর রহমান মুন্না, মিজানুর রহমান, শাহ নেওয়াজ শাহান, আসিম উল্লাহ, আব্দুল কাহার, আকবর হোসেন প্রমুখ।