বৈরুতে জাতীয় সংবিধান দিবস পালিত

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বৈরুতে জাতীয় সংবিধান দিবস পালিত

বৈরুতে জাতীয় সংবিধান দিবস পালিত

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাসে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়।

বিজ্ঞাপন

লেবানন প্রবাসী বাংলাদেশিরা ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে এ আলোচনায় অংশগ্রহণ করেন।

আলোচনা পর্বে বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান বলেন, জাতির পিতার বলিষ্ঠ নেতৃত্বে স্বাধীনতার পর ১১ মাসেরও কম সময়ে বাঙালি জাতির মহান সংবিধান রচিত হয়, যা পৃথিবীর ইতিহাসের বিরল।

বিজ্ঞাপন

এসময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহিদ মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।