ইতালিতে শেখ হাসিনার আগমন উপলক্ষে ভেনিস আ.লীগের প্রস্তুতি সভা

  • ইতালি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

 

বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ইতালি আগমন উপলক্ষে ইতালি আওয়ামী লীগ কর্তৃক গণ সংবর্ধনা সফল করার লক্ষ্যে ভেনিস আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন ভেনিস আওয়ামী লীগের সহ-সভাপতি নুর আলী পাঠান জিল্লুর সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার হোসেন বেপারী।

প্রস্তুতি সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ভেনিস আওয়ামী লীগের সহ-সভাপতি মশিউর রহমান,আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক রোমান মাল, শাহ আলম হাওলাদার, শেখ আব্দুল্লাহ মজিদ,কালাম খালাসী, লিয়াকত খালাসী, আখতার খান, রাসেল বেপারী,গাজী আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান উজ্জ্বল, মোশারফ মোল্লা, আজাদ খান, আবুল কালাম আজাদ,মোশারফ মিয়া হাফেজ আব্দুল আলিম, ইকবাল হাওলাদার,সানাউল মোল্লা, মাসুম ছৈয়াল, নয়ন আকন, প্রচার সম্পাদক এবাদুল,অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

প্রস্তুতি সভায় ভেনিস আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন মধ্যে হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজি এবং হাসান ইকবালের নেতৃত্বে গণসংবর্ধনা দিবে ইতালি আওয়ামী লীগ, ভেনিস আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে গণ সংবর্ধনা অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জামাত-বিএনপিকে প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবে।