বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ জাপান কানসাই শাখা আ.লীগ নেতৃবৃন্দের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতির জনক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, কানসাই, জাপান শাখা ।

রোববার (১৫ জানুয়ারি) ধানমন্ডির ৩২ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সম্মুখে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তাঁরা।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন কানসাই আওয়ামী লীগের সভাপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম, উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. মারুফ হক খান, ড. বজলুল করিম ও ড. সালমান মাহমুদ সিদ্দিকী।

জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে গণতান্ত্রিক, মানবিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধ নিয়ে জাপানে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভিশন - ২০৪১ বাস্তবায়নের রূপকল্পে শিক্ষা, স্বাস্থ্যসেবা, তথ্য প্রযুক্তি ও বাণিজ্য খাতে জাপানের সাথে বিনিময় সুযোগ বৃদ্ধিতে নতুন উদ্যমে কাজ করার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

এর আগে বর্বরোচিতভাবে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্যান্য শহীদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।