মানামাতে ‘গ্লিম্পসেস অব বাংলাদেশ’ ফটোগ্রাফি প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মানামাতে ‘গ্লিম্পসেস অব বাংলাদেশ’ ফটোগ্রাফি প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত

মানামাতে ‘গ্লিম্পসেস অব বাংলাদেশ’ ফটোগ্রাফি প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত

গত ১ জুন বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৮ টায় মানামাতে বাংলাদেশ দূতাবাস কর্তৃক “Glimpses of Bangladesh” শিরোনামে Seef Mall- এ আয়োজিত ০৭ দিনব্যাপী ফটোগ্রাফি প্রদর্শনী র সমাপ্তি উপলক্ষে ‘Colours of the East’ আর্ট গ্যালারির সহযোগিতায় দূতাবাস এক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে। 

অনুষ্ঠানে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম, বিদেশি কূটনীতিক, বাহরাইনের সরকারী উর্ধত্বন কর্মকর্তাবৃন্দ, লেখক, ট্যুর অপারেটরস, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ, ব্যবসায়ী, সাংবাদিক, বাংলাদেশ স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রী এবং বাহরাইনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরাসহ দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম অনুষ্ঠানে আগত অতিথিদের সাথে নিয়ে দূতাবাস কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন যেখানে বাংলাদেশ স্কুল, বাহরাইনের শিক্ষার্থীরা বাংলা নববর্ষ ও বাংলা লোকগীতি সম্পর্কিত দুটি দেশীয় গানের সাথে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন।

এরপর, রাষ্ট্রদূত আগত অতিথিদের সাথে ফটোগ্রাফি প্রদর্শনী ঘুরে দেখেন। প্রদর্শনীতে বাংলাদেশের অপরুপ প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক স্থানসমূহের এমন সৌন্দর্য্যপূর্ণ ছবি দেখে দেশি-বিদেশি দর্শনার্থীরা মুগ্ধ হন এবং বাংলাদেশ ভ্রমণের জন্য আগ্রহ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

পরিশেষে, রাষ্ট্রদূত অনুষ্ঠানে আগত সকল অতিথি, দর্শনার্থী, বাংলাদেশ স্কুলের শিক্ষক- শিক্ষার্থীসহ বাংলাদেশ থেকে আগত আলোক চিত্রশিল্পী মোস্তাফিজ মামুন ও আব্দুল মমিন এবং তাদের দলের সকল সদস্যগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।