এখনই ইউক্রেন ছাড়ার কথা ভাবছেন না বাংলাদেশিরা

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

এখনই ইউক্রেন ছাড়ার কথা ভাবছেন না বাংলাদেশিরা

এখনই ইউক্রেন ছাড়ার কথা ভাবছেন না বাংলাদেশিরা

যুদ্ধ শুরুর আশঙ্কায় গত সপ্তাহে ইউক্রেনপ্রবাসী বাংলাদেশিদের ইউক্রেন ছাড়ার পরামর্শ দিয়েছিল পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস, কিন্তু তাতে তেমন সাড়া মেলেনি। ইউক্রেনপ্রবাসী বাংলাদেশিরা এখনই ইউক্রেন ছাড়ার কথা ভাবছেন না।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ইউক্রেনপ্রবাসী প্রায় ৫০০ বাংলাদেশি পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁরা ইউক্রেন ছাড়তে চাইলে কী ধরনের সহযোগিতা দেওয়া হতে পারে, সে বিষয়ে জানতে চাচ্ছেন।

বিজ্ঞাপন

পোল্যান্ড দূতাবাস এ বিষয়ে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছে। পোল্যান্ড সরকার এরই মধ্যে জানিয়েছে, ইউক্রেন থেকে বাংলাদেশিরা তৃতীয় কোনো দেশে যাওয়ার জন্য পোল্যান্ডে ১৫ দিনের ভিসা পাবেন।

ইউক্রেনের রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী ফাত্তাহ খান গণমাধ্যমকে জানান, সীমান্ত এলাকাগুলোয় আতঙ্ক থাকতে পারে, কিন্তু রাজধানী কিয়েভে পরিস্থিতি স্বাভাবিক। তাঁর বিশ্ববিদ্যালয়ে এখনো অনলাইন ক্লাস চলছে।

বিজ্ঞাপন

ইউক্রেনে বাংলাদেশির সংখ্যা কত, সে বিষয়ে তথ্য নেই। তবে সবাই চান, ইউরোপের ভালো একটি দেশে যেতে। এই পরিস্থিতিতে কেউ ফিরতে চান না বলেও তিনি জানান।

পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেনের বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে, ইউক্রেনে আনুমানিক হিসাবে প্রায় এক থেকে দেড় হাজার বাংলাদেশি রয়েছেন। বর্তমান পরিস্থিতিতে তাঁরা উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

রাষ্ট্রদূত বলেছেন, তাঁরা (বাংলাদেশিরা) পুরো ইউক্রেনে ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং ইউক্রেনের পূর্বাঞ্চলীয় যেসব এলাকায় সমস্যা রয়েছে, সেখানেও অনেক বাংলাদেশি আছেন, শিক্ষার্থী আছেন।

রাষ্ট্রদূত বলেন, যদিও শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য বিভিন্ন কারণে ইউক্রেন ছাড়ার ব্যবহারিক নানা অসুবিধা আছে, কিন্তু পরিস্থিতির কারণে অনেকে বাধ্য হয়ে ইউক্রেন ছাড়ার কথা ভাবছেন এবং ছাড়ছেনও।

তবে বাংলাদেশি সম্প্রদায়ের কয়েকজনের সঙ্গে আলাপ করে জানা গেছে, যাঁরা বৈধভাবে আছেন বা অন্যত্র যাওয়ার সামর্থ্য ও সুযোগ আছে তাঁদের জন্য ইউক্রেন ছাড়ার সিদ্ধান্ত নেওয়া সহজ। বাকিরা আপাতত ইউক্রেনেই থাকার কথা ভাবছেন।