মালদ্বীপে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মালদ্বীপ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মালদ্বীপে বাংলাদেশ আওয়ামী যুবলীগের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) স্থানীয় সময় রাত ১১টায় মালদ্বীপের রাজধানী মালের একটি রেস্টুরেন্টে মালদ্বীপ আওয়ামী যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

মালদ্বীপ আওয়ামী যুবলীগের আহ্বায়ক সেলিম ফরাজীর সভাপতিত্বে, যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব দুলাল মাদবর।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মালদ্বীপ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দুলাল হোসেন, মালদ্বীপ আওয়ামী লীগের নেতা নূরে আলম রিন্টু, সাংগঠনিক সম্পাদক শাহজালাল সিকদার প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- মালদ্বীপ যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ সাগর। এতে আরও উপস্থিত ছিলেন- মালদ্বীপ আওয়ামী লীগের সদস্য গাজী জাহিদ, এনামুল হক জাকির, নুরে আলম ভুঁইয়া, মো. রফিক, প্রমুখ।

বিজ্ঞাপন