সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

নিহত আব্দুল আহাদ

নিহত আব্দুল আহাদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁওয়ের আব্দুল আহাদ (৩০) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন।

রোববার (২৪ অক্টোবর) সৌদি আরবের স্থানীয় সময় ১২টায় বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে আবা সিটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের চাচা ফারুক এ সংবাদটি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

নিহত আব্দুল আহাদ উপজেলার সালটিয়া ইউনিয়নের জালেশ্বর গ্রামের মো. আলম মিয়ার ছেলে।

নিহতের চাচা ফারুক জানান, তার ভাতিজা গাড়ি চালক ছিলেন। ৬ বছর আগে উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বিদেশে পাড়ি জমান। রোববার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে সৌদি আরবে আবা সিটি সড়কে গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই আব্দুল আহাদ নিহত হন।

বিজ্ঞাপন

এদিকে, এই মৃত্যুর সংবাদে নিহতের পরিবার ও এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।