মালদ্বীপে ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড পেলেন ১৩ বাংলাদেশী

  • কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মালদ্বীপ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সম্প্রতি প্রবাল দ্বীপমালার দেশ মালদ্বীপের রাজধানী মালেতে ন্যাশনাল আর্ট গ্যালারিতে মালদ্বীপ ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠানে সম্মেলন সাফল্যের সঙ্গে শেষ হয়েছে। সম্মেলনে বিভিন্ন ইভেন্টে ১৩ বাংলাদেশীকে পদক তুলে দেন মালদ্বীপের মিস্টার অফ এসটেজ কালচার অফ হ্যারিটেইজ মো. তারিক।

অনুষ্ঠানে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন- এস্টেট মিনিস্টার মো. আকরাম, ডিরেক্টর অপ ইন্ডিয়ান আর্ট কালচারার (বাই আই সি সি আর) হাইকমিশনার ড. সায়দা তারভির নাসরিন। উক্ত প্রদর্শনীতে ৯০টা পেইন্টিং ছিল।

বিজ্ঞাপন

পিস অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশীরা বিভিন্ন ইভেন্টে পদক গ্রহণ করেন। তাদের মধ্যে সংগীতের জন্য শাওন চৌধুরি, সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য আরিফুল ইসলাম জিয়া, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর জিয়া সুলতানা ইতি, শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ডক্টর হামিদা খানম, প্রতিবন্ধী ও সমাজ সেবায় অনন্য অবদানের জন্য আলহাজ্ব অলিউর রহমান, মুক্তিযুদ্ধে অবদানের জন্য সাবেক ডিআিইজি মো. হাফিজুর রহমান, চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান প্রফেসর ড. রতন চন্দ্র সাহা, টেক্সটাইল শিল্পে বিশেষ অবদানের জন্য আব্দুল্লাহ বাবলু, হাউসিং সেক্টরে অবদানের জন্য নতুনধারা গ্রুপের এমডি মোহাম্মদ সাদিউ জামান, মানবাধিকার আদায়ে আবদানের জন্য ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটসের সাধারণ সম্পাদক মো. স্বপন মিয়া (শাহরিয়ার স্বপন), বেস্ট অর্গানাইজার হিসেবে বিশেষ অবদানের জন্য, মো. শামসুল আলম, ব্যবসা ও সমাজসেবায় মোহাম্মদ দেলোয়ার হোসেনকে অ্যাওয়ার্ড দেওয়া হয়।

উল্লোখ্য, মালদ্বীপ ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড-২১ এর বিভিন্ন ইভেন্টে পদক গ্রহণ করার জন্য বাংলাদেশ থেকে প্রতিনিধি দলটি গত ২২ অক্টোবর, মালদ্বীপে আসেন, এই প্রতিনিধি দলের ইন্টারন্যাশনাল ওরগানাইজার হিসেবে কাজ করেন, রাজশাহী আর্ট কলেজের প্রভাষক, নারগিস পারভীন (সোমা)।

বিজ্ঞাপন

আগামী ২৬ অক্টোবর ব্যাবসায়ী প্রতিনিধি দলটি মালদ্বীপ ত্যাগ করবেন বলে জানা যায়।