সৌদি আরবে লরিচাপায় এক প্রবাসীর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সৌদি আরবে লরিচাপায় তোফায়েল আহমেদ চৌধুরী (৬০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। 

শুক্রবার(২২ অক্টোবর) সন্ধ্যায় নিহতের পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। জানা যায়,সৌদি আরবের স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে জেদ্দা শহরে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

তোফায়েল লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা ইউপির আলী আকবর মাস্টারবাড়ির দুদু মিয়ার বড় ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় সময় রাত ৯টার দিকে কাজ শেষে তোফায়েল তার জেদ্দা শহরের বাসায় ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি লরি চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

বিজ্ঞাপন

নিহত তোফায়েল বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক ছিলেন। বছর তিনেক আগে তিনি অবসরে যান। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। ছেলেটি সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত রয়েছেন।

চরমোহনা ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান পাঠান জানান, নিহত তোফায়েলের লাশ দেশে আনার চেষ্টা চলছে।